ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।



বাংলাদেশ দূতাবাস, স্থানীয় জনতা ব্যাংক শাখা, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতি, আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবি আওয়ামী লীগ, যুবলীগ, মোসাফফাহ বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদসহ প্রবাসী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে দূতাবাস মিলানায়তনে রাষ্ট্রদূত মোহাম্মদ এমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আমিরাত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আষীশ বড়ুয়া, আবুধাবি বাংলাদেশ ইসলামীয়া স্কুলের অধ্যক্ষ মীর আনিছুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ