ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ইসলামিয়া স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আমিরাতে ইসলামিয়া স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

আবুধাবি: আবুধাবীতে অবস্থিত শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব ড. মাকসুদুল হক।

সভায় বক্তব্য রাখেন- আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, স্কুল শিক্ষার্থী উম্মে হাফসা, আসমা আমরিন প্রমুখ।

এরপর স্কুল শিক্ষার্থী তাসনীন ইশরা ও মোহাম্মদ আবরারের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে কবিতা, সংগীত, নৃত্যসহ নানা পরিবেশনায় অংশ নেয় স্কুল ছাত্রছাত্রীরা। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ