ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

স্বাধীনতা দিবস উপলক্ষে আমিরাতে সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
স্বাধীনতা দিবস উপলক্ষে আমিরাতে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে আবুধাবী আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে আবুধাবী ফুডল্যান্ড হোটেল হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুধাবী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ শহিদ।

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম ও মোহাম্মদ আনিছের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি বশির ভূইঞা, নুর আলম মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন,  মীর খালেদ, মোহাম্মদ সরোওয়ার, মির্জা আজিজুল হায়াত, এস এম মঞ্জু,  আমিন মিয়া, শেখ কামাল, শেখ কাইয়ুম প্রমুখ।

আরোও উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন, এম এ রাশেদ, মোহাম্মদ বিলাল, মোহাম্মদ জামশেদ, নাজিম উদ্দিন, আনিসুর রহমান মঞ্জু, সামিয়ুল আলম সবুজসহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গমাতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আমিরাতের ইউনাইটেড বাংলা ব্যান্ডের পরিচালক প্রকৌশলী নজরুল ইসলামের পরিচালনায় সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ