ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আমিরাতে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জিয়া পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শারজাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) শারজাহ আল-বাইতি হোটেলে সারজাহ জিয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সুমন।



জাকারিয়া রাশেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, আমিরাত জিয়া পরিষদের আহ্বায়ক প্রকৌশলী ফিরোজ কায়সার,আমিরাত বিএনপির সহ-সভাপতি নুরুল আলম, আমিরাত বিএনপির নেতা হাজী ওয়াহিদুল হক, শারজাহ জিয়া পরিষদের উপদেষ্টা প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, শারজাহ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহানুর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজু, আমিরাত শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, জিয়া পরিষদ নেতা মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ এরশাদ, বিএনপি নেতা আজিজুল ইসলাম রিটু, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ওবায়েদ ওল্লাহ, মোহাম্মদ এরশাদ প্রমুখ।

পরে কেক কেটে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন আমিরাত জিয়া পরিষদ ও আমিরাত বিএনপির অঙ্গ সংগঠন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ