ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আমিরাতে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে দুবাই বাংলাদেশ কালচারাল মিশনের আয়োজনে স্বাধীনতা কনসার্ট ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১১ মার্চ) সন্ধ্যায় দুবাই আল-গ্যাসেস সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল অডিটোরিয়ামে এ কনসার্টের আয়োজন করা হয়।



মাহবুব হাসান হৃদয় ও তাহেরা ইকবালের সঞ্চালনায় প্রবাসী শিল্পী মাসুম, অনিন্দিতা খান সুমি, সমিদা চোধুরী পপি, সাবিহা সুলতানা, সম্পা শফিকদের নানা পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন সাইদা দিবা।

সেখানে উপস্থিত ছিলেন- দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস, বদিরুজ্জামান, কনস্যুলেটর ফার্স্ট সেক্রেটারি ক্রিটি চাকমা, কাউন্সিলর ড. তানভির মাহমুদ, শারজাহ জনতা ব্যাংকের ম্যানেজার মাহবুব হোসেন, প্রকোশলী মশিউর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল, কমিউনিটি নেতা আল মামুন সরকার, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদসহ প্রবাসের অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

শেষে কমিউনিটি নেতা প্রকোশলী মোহাম্মদ আবুজাফর চোধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, অনুষ্ঠানে আগত অতিথিদের জাতীয় সংগীত ও রণসঙ্গীত সম্বলিত ক্রেস্ট উপহার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ