ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি ও আবুধাবি রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির আহ্বায়ক ইফতেখার হোসেন বাবুলের বাবা মরহুম কামাল উদ্দিন আহম্মদ স্মরণে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।   
   
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, আবুধাবী রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, জনতা ব্যাংকের সিইও ইসমাইল হোসেন।

এসময় ‍তারা মরহুমের স্মৃতি স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ