ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা ছবি: সংগৃহীত

দুবাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনবান্ধব সরকার ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুবাই ড্যানিয়েল রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

যার আয়োজন করে দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট ও রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের ভারপ্রাপ্ত কনস্যাল জেনারেল ড. এ. কে. এম রফিক আহম্মদ, দুবাইয়ের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ নুরুন্নবি। বক্তব্য রাখেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম.এ.ছবুর, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, শৈবাল বড়ুয়া, কাজী রুমা, শাহাজাহান চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, এস.এ.মনির, হামিদ আলী, আলাউদ্দিন চৌধুরী, মাসুদ প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ