ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে মাহমুদুল হক স্মরণে শোক সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আমিরাতে মাহমুদুল হক স্মরণে শোক সভা

শারজাহ: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান অন্যতম সদস্য  প্রবাসী সাংবাদিক মরহুম এম এস মাহমুদুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) এর উদ্যোগে শারজাহ আল হুদাইবিয়াহ রেস্টুরেন্ট হল রুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়।



শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান।

আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক সিরাজুল হকের সঞ্চালনায় প্রসাসের সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তা ছিলেন, আমিরাত গ্রেটার কুমিল্লা সোসাইটির সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

বক্তব্য রাখেন, আমিরাতে অবস্থানরত সাংবাদিক, বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতারা।

এমএস মাহমুদুল হক আমিরাতে প্রকাশিত সাপ্তাহিক দেশের খবর, মাসিক বাংলা এক্সপ্রেসের চিফ রিপোর্টার ও প্রবাসের অন্যতম নাট্য সংগঠন বাঁধন থিয়েটারের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ