ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে প্রবাসী মেলা অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আমিরাতে প্রবাসী মেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসী বাঙালি কমিউনিটির আয়োজনে প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে।     

শুক্রবার (৮ জানুয়ারি) আবুধাবি কর্নিশ পার্কে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান।



বাংলাদেশ সমিতির সংগঠনিক সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় মেলার উদ্বোধন করেন, আবুধাবি চট্রগ্রাম সমিতির প্রতিষ্ঠা উপদেষ্টা আলহাজ ইফতেখার হোসেন বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি উওর জেলা ছাএলীগ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী।
 
এতে আরও উপস্থিত ছিলেন, আমিরাত বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বেলায়েত হোসেন হিরো, জাহাঙ্গীর কবীর বাপপি, শওকত আকবর, জামশেদ আলম, মইনউদ্দীন ও গোলাম কাদের ইফতি।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ