ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত প্রবাসী সাংবাদিক মাহমুদুল আর নেই

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
আমিরাত প্রবাসী সাংবাদিক মাহমুদুল আর নেই এমএস মাহমুদুল হক

দুবাই: আমিরাতে প্রবাসী সাংবাদিক এমএস মাহমুদুল হক আর নেই (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।



শুক্রবার (০১ জানুয়ারি) ভোর ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা প্রদেশের সাইফ বিন গুবাস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

এমএস মাহমুদুল হক আমিরাতে প্রকাশিত সাপ্তাহিক দেশের খবর, মাসিক বাংলা এক্সপ্রেসের চিফ রিপোর্টার ও প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সদস্য। প্রবাসের অন্যতম নাট্য সংগঠন বাঁধন থিয়েটারের সভাপতি ছিলেন তিনি।

প্রয়াত মাহমুদুল কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম ফারুক আহমদ আনসারীর ছেলে এবং কক্সবাজার পৌরসভার কাউন্সিলর সিরাজুল হকের বড় ভাই।
 
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ সাইফ বিন গুবাস হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ