ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বাংলা হ্যারিটেজের আয়োজনে বিজয় দিবস উদযাপন

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আমিরাতে বাংলা হ্যারিটেজের আয়োজনে বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের বাংলা হ্যারিটেজের আয়োজনে এবং এন আর বি কেয়ার ও এন্টিভাইরাস টিমের সহযোগিতায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
 
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিটে ১৬ ফুট লম্বা, ৪৫ পাউন্ড ওজনের কেক কেটে শারজাহ হুদাবিয়া গ্রিন পার্কে বিজয় দিবস উদযাপন করা হয়।


 
মাওলানা নিছার আলীর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রবাসী শিল্পী কায়ছার হামিদ, পাবেল আব্দুল্লাহ ও শেখ তাওহিদসহ প্রবাসী শিল্পীদের পরিচালনায় উপস্থিত সবাই পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত।
 
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রবাসী লেখক আব্দুল্লাহ আল শাহীন।
 
এ সময় উপস্থিত ছিলেন- সোস্যাল ক্লাব দুবাইয়ের সভাপতি নওশের আলী, কমিউনিটি নেতা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, আইয়ুব আলী বাবুল, মোস্তফা মাহমুদ, এ টি এম জাহিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, বদরুল চৌধুরী, বাংলা হেরিটেজ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, সেক্রেটারি রফিকুল্লাহ গাজালি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ