ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাই আ’লীগের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
দুবাই আ’লীগের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার

দুবাই (সংযুক্ত আরব আমিরাত): দুবাই আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে।

দুবাই মার্কোপোলো হোটেলে অনুষ্ঠেয় সম্মেলনে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।



বাংলানিউজকে এসব তথ্য জানান, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার।

দুবাই আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু অনুকুল রাম, দুবাই আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ ও দুবাই, আবুধাবি, রাস-আল-খাইমা, শারজাহ, আল-আইনসহ সবক’টি বিভাগীয় শহর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ