ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
শারজায় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শারজাহ আল বারতি হোটেলে সম্প্রতি এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ইউসুফ মিয়া।

এম এ তাহের ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কনসাল জেনারেল প্রথম সচিব বাবু কৃতি চাকমা, প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চোধুরী, আহমদ আলী জাহাঙ্গীর, এস. এম. নুরুল ইসলাম, এরশাদ হোসেন হিরো, এস এম জাকির, প্রকৌশলী মোর্শেদ চৌধুরী, রাসেল আহমেদ, এনামুল হক, হাফেজ সফিক, শাহীন টিটু ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা ও বানোয়াট উক্তির প্রতিবাদ জানান, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

আলোচনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ