ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বিএনপির আলোচনা সভা

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
আমিরাতে বিএনপির আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের মোসাফফাহতে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



স্থানীয় ডায়মন্ড সিটি হোটেলে শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি মোসাফফাহ শাখা ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দলটির সভাপতি সিরাজুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন-বিএনপি আমিরাত শাখার সভাপতি প্রকৌশলী রফিক সিকদার।  

বিএনপি নেতা মুহাম্মদ কামালের পরিচালনায় অন্যদের মধ্যে মাহবুব রানা, আবুল কালাম, আবু তাহের, তাজ মুহাম্মদ, আজিজুল হক বোরহান, হাসান বাহাদুর, মাওলানা আবু তাহের, ফারহান সিকদার প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ