ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতের শ্রম কাউন্সিলরকে বিদায় সংবর্ধনা

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
আমিরাতের শ্রম কাউন্সিলরকে বিদায় সংবর্ধনা

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমীরকে বিদায় সংবর্ধনা দিয়েছে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ।

আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে স্থানীয় ক্যাসলস হোটেলে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী শ্রম কাউন্সিলর।



আবুধাবীতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেছেন, প্রবাসে দেশীয় ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে। আমিরাতে দেশীয় প্রবাসীদের অপরাধ প্রবণতার হার কমে আসলেই শিগগিরিই বন্ধ ভিসা চালু হবে। তাই প্রতিটি প্রবাসীকে এক একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করার আহবান জানান।

সাধারন সম্পাদক নাসির তালুকদার পরিচালনায় ড: হাবীব উল্লাহ খন্দাকার, ড: খালেদ ইয়ার, ইমরাদ হোসেন ইমু, শ্ওকত আকবর, তহিদুল ইসলাম ফিরোজ, মউন উদ্দিন, ইনজিনিয়ার মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ