ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

প্রধানমন্ত্রীর সফরের আগে আমিরাতে হাছান মাহমুদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
প্রধানমন্ত্রীর সফরের আগে আমিরাতে হাছান মাহমুদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই (আরব আমিরাত): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাত সফরে আসছেন আগামী শনিবার। তার আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে একটি অগ্রবর্তী দল আমিরাতে এসে পৌঁছেছে।



বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাসান মাহমুদ আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ।

আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, দুবাই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ ইকবাল হুসাইন, মুহাম্মদ মাসুক আহমেদসহ অন্যান্য নেতারা বিমানবন্দরে হাসান মাহমুদকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ