ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

বেনাপোলে রেলপথে কাঁচামাল আমদানি বেড়েছে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২০
বেনাপোলে রেলপথে কাঁচামাল আমদানি বেড়েছে

বেনাপোল (যশোর): করোনা সংক্রমণ রোধে ভারতে লকডাউন ঘোষণা করায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দীর্ঘ আড়াই মাস আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বিকল্প পথ হিসাবে রেলপথে বাণিজ্যে ঝুঁকছেন ব্যবসায়ীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে।

স্টেশন কতৃপক্ষ জানায়, গত ১৩ দিনে বেনাপোল রেলপথে ভারত থেকে ৩৫টি চালানে ২৭ লাখ ৫ হাজার ৯০৬ দশমিক ৭০ ডলার মূল্যে ২০ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি রেল বিভাগেরও রাজস্ব এসেছে।

আমদানি পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, হলুদ, জিরা, শুকনো মরিচ ও ধান বীজ।  

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নঈম মীরন বাংলানিউজকে জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থলপথে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ আছে। বিশেষ অনুমতিতে রেলপথে এখন এসব কাঁচামাল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিক হয়ে পণ্য খালাসে কাজ করছেন।  

কাঁচামাল আমদানিকারকরা বাংলানিউজকে জানান, এসব পণ্য করোনার কারণে লকডাউনে ভারতে আটকা পড়েছিল। এতে তাদের কোটি টাকা লোকসান হয়। পরে তারা কাস্টমসের পরামর্শে আবেদন জানালে, রেলপথে আমদানিতে অনুমতি পান।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, এর আগে রেলপথে কাঁচামাল আমদানি হতো না। এখন রেলপথ দিয়ে কাঁচামাল পণ্যের আমদানি শুরু হওয়ায় রেলের রাজস্ব আহরণ বেড়েছে। এছাড়া ১৩ দিনে বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ৬৬ লাখ ৩৩ হাজার টাকা রেল বিভাগের রাজস্ব আয় হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।