ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সিলেটে ফাগুনের আহ্বানে আগাম আমের মুকুল!

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেটে ফাগুনের আহ্বানে আগাম আমের মুকুল! সিলেটে ফাগুনের আহ্বানে আমগাছে আমের মুকুল। ছবি: মাহমুদ হোসেন

সিলেট: বিদায় নিচ্ছে শীতের মাস মাঘ। প্রকৃতিতে বসন্ত সমাগত। এ মাসে প্রকৃতি আপন খেয়ালে রূপ বদলায়। ফাগুনে আগুনরাঙা রূপ ধরা দেয় প্রকৃতিতে। ফুল-ফলে সুবাসিত হয় চারিদিক। মধু আহরণে এ গাছ থেকে ওগাছে ঘুরে বেড়ায় মৌমাছিরা। পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে ফুল ও ফলের গাছ।

সেই ফাগুন আসার আগেই মাঘের শেষে রং বদলাতে শুরু করেছে সিলেটের প্রকৃতি। আগেভাগেই দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রকৃতি রাঙিয়ে তুলেছে আমের মুকুল।

শহর থেকে গ্রাম, সবখানেই অনেকটা দৃশ্যমান আমের মুকুল। গাছে আমপাতার সবুজ বিছানায় মুকুলের সোনালি রেণু যেনো ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানাচ্ছে ফাগুনকে। সেই সঙ্গে বিদায় নিচ্ছে শীতের মাস মাঘ।

সিলেটে ফাগুনের আহ্বানে আমগাছে আমের মুকুল।  ছবি: মাহমুদ হোসেনফাগুন মাসে কেবল আমের মুকুল নয়, কাঁঠাল, লিচু, কমলা, টক-মিষ্টি ফল বরইসহ নানাবিদ ফসলের দেখা মিলে গাছে গাছে। ফাগুনের আহ্বানে প্রকৃতি রাঙাতে ফোটে শিমুল ফুলও।

কৃষিবিদদের মতে, আমের গাছে এখনো মুকুল আসার পূর্ণ সময় হয়নি। তারপরও সিলেটে গাছে গাছে আমের মুকুল দেখা যাচ্ছে। গাছের আগাম মুকুল মাঘের ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা।

শহরতলীর কৃষক শাহিদ আহমদ বলেন, গত বছরের মতো এখনো মুকুল ধরেনি আম গাছে। হয়তো সময়ের আগে আসায় সব গাছে মুকুল ধরেনি।

সিলেটের বিয়ানীবাজারের উত্তর আকাখাজানা গ্রামের হাফিজ কমর উদ্দিনের বাড়িতে সবক’টি গাছে আমের মুকুল এসেছে। মুকুলের বাহারি রং বাড়ির প্রকৃতির রং বদলে দিয়েছে। আমের মুকুল ঘিরে মধু আহরণে মৌমাছির ঘনঘটা আর পাখিদের কলতানে মুখর প্রকৃতি। তবে, এবার একটু আগেই গাছে মুকুল এসেছে। তাই ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

কৃষি অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ বাংলানিউজকে বলেন, আমের মুকুলের কেবল দেখা মিলেছে। এখনো পুরোপুরি ধরেনি। তবে একটু আগেই আমের মুকুল আসায় ঘন কুয়াশায় মুকুল ঝরে যাওয়ার শঙ্কা রয়েছে। অবশ্য সে প্রভাব মনে হয় আর পড়বে না।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।