ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মার্কেট উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মার্কেট উদ্বোধন ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মার্কেট উদ্বোধন

ঠাকুরগাঁও: সমবায় শক্তি, সমবায় মুক্তি, উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মার্কেট উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোবিন্দনগড় এলাকায় আনুষ্ঠানিকভাবে নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।  

উদ্বোধন শেষে কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর সভাপতিত্ব করেন। সভায় প্রধন অতিথি ছিলেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
  
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।