ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

সমাজতন্ত্রের নীতিতে কৃষিতে এগুনো সম্ভব: তথ্যমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সমাজতন্ত্রের নীতিতে কৃষিতে এগুনো সম্ভব: তথ্যমন্ত্রী উন্নয়নধারার সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: সমাজতন্ত্রের নীতি অনুসরণ করে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও এগুনো সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে উন্নয়ন ধারা আয়োজিত 'খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নিরাপদ খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, কৃষিকে মুক্তবাজারে ছেড়ে দিলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুনো সম্ভব নয়।

রাষ্ট্রকে বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সচেতন অর্থায়ন করতে হবে। যদিও বাংলাদেশের কৃষি সম্পূর্ণ একটি বেসরকারি খাত। তবুও সরকারি সাহায্য-সহযোগিতা বা ভর্তুকি ছাড়া খাদ্য নিরাপত্তা সম্ভব না। পাশাপাশি সমাজতন্ত্রের নীতি অনুসরণ করে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও এগুনো সম্ভব।

তিনি বলেন, আমেরিকা এবং ইউরোপে কথিত মুক্ত বাজার রয়েছে। কিন্তু তারপরও তারা বছরের পর বছর ধরে কৃষি খাতে ভর্তুকি দিয়ে আসছে। উৎপাদন, চাহিদা, যোগান এবং মূল্য জনগণের হাতের নাগালে রাখার জন্য প্রতিবছর তারা এই ভর্তুকি দিচ্ছে। আমাদেরও তা করতে হবে।

তিনি আরো বলেন, কৃষি খাতে ভর্তুকি মানে সরকার সচেতনভাবে অর্থায়ন অথবা বিনিয়োগ করবে। এই বিনিয়োগের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। এর জন্য ৫-৬ বছর অপেক্ষা করতে হবে। দানা বা শস্য জাতীয় ফসলে সরকারের সচেতন অর্থায়নের কারণে আজ আমরা এসব ফসল উৎপাদনে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ বলা যায়।

এ সময় গ্রামীণ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, গ্রামীণ উন্নয়নে সরকারি ও বেসরকারি অর্থায়ন প্রয়োজন। এছাড়া সমৃদ্ধিশালী কৃষি ব্যবস্থারও প্রয়োজন। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে এবং পুষ্টিমানও বজায় রাখতে হবে। ফলে কৃষি বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং এতে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে।

এছাড়া বর্তমান সরকার খাদ্য অধিকার আইনের খসড়া তৈরিরও চেষ্টা করছে বলে জানান তিনি।

এ সময় সেমিনারে আরো বক্তব্য রাখেন- বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চেয়ারম্যান মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাইন্ডেশন নির্বাহী পরিচালক ড. ওয়ায়েছ কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।