ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ময়মনসিংহে ইউরিয়ার সাশ্রয়ী উপাদান ‘নেব’র বিক্রয় উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ময়মনসিংহে ইউরিয়ার সাশ্রয়ী উপাদান ‘নেব’র বিক্রয় উদ্বোধন মতবিনিময় সভা

ময়মনসিংহ: ময়মনসিংহে ইউরিয়া সারের সাশ্রয়ী উপাদান ‘নেব’র বিক্রয় কার্যক্রম উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়াস্থ এপেক্স এনজিও কার্যালয়ে এসিআই ফার্টিলাইজারের ডিলারদের সঙ্গে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ বসির আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন সেলস ম্যানেজার কৃষিবিদ ফিরোজ হোসেন, প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান ও ময়মনসিংহের এরিয়া ম্যানেজার ফারুক আহম্মেদ। মতবিনিময় সভায় প্রতিষ্ঠনের ডিলাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা ধরে রাখা সম্ভব। বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করলেও সঠিক মাধ্যমের অভাবে কার্যকর জৈব সার কৃষকরা পাচ্ছে না।  

তারা বলেন, এক কেজি ইউরিয়ার সঙ্গে মাত্র আড়াই মিলি নেব ব্যবহার করলে দুই কেজি ইউরিয়া সারের কাজ করে। এর ফলে নেব ব্যবহারে কম খরচে অধিক ফসল পাবে কৃষক। মাটির স্বাস্থ্য সুরক্ষায় বাম্পার জৈব সার হিসেবে কাজ করবে নেব।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।