ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মাগুরায় ৩ দিনের কৃষিমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
মাগুরায় ৩ দিনের কৃষিমেলা শুরু

মাগুরা: মাগুরায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওয়তায় তিন দিনের কৃষিমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলায় উদ্ধোধন করেন মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের বেগ।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ উল হাসান, বগিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম মোল্ল্যা, সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি আবু নাসের বেগ বলেন, বর্তমান সরকার কৃষকের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করার ফলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।  

কৃষিকে প্রযুক্তি মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বাড়াতে কৃষকদের পাশে থেকে তাদের আরও সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

কৃষিমেলায় মোট ২০টি স্টোলে বিভিন্ন ধরনের কৃষি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনসহ জেলায় ১২ জন কৃষকের মধ্যে ১২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।